ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মির্জাপুরে সরকারি গাছকাটা মামলায় আওয়ামী লীগের দুই নেতা জেল হাজতে

২০২১ অক্টোবর ১৪ ১৯:৩৫:০৫
মির্জাপুরে সরকারি গাছকাটা মামলায় আওয়ামী লীগের দুই নেতা জেল হাজতে


টাঙ্গাইল প্রতিনিধি : মির্জাপুরে রাস্তার পাশে থাকা সরকারি গাছকাটা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলার আনাইতারা ইউনিয়নের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে জেল হাজতে পাঠান।

জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষীনদা গ্রামে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের হামিদুর রহমান ওরফে বাবুকে আটক করে থানা পুলিশ। ১৯ জুলাই এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মামলা হয়। পরে আদালতে হামিদুর রহমান বাবু গাছকাটার সঙ্গে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম বকসী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

এদিকে নাজিম বকসী ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আন্তবর্তীকালীন জামিনে থাকার পর গতকাল বুধবার টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির হলে বিচারক মো.সাউদ হাসান তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

মামলার সরকারি পক্ষের পিপি অ্যাডভোকেট মোতালেব মিয়া তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

(এসএএম/এএস/অক্টোবর ১৪, ২০২১)