ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!

২০২১ নভেম্বর ০১ ১৭:১০:৩১
প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!

এমডি অভি, নারায়ণগঞ্জ : সড়ক দুর্ঘটনায় ২ পা হারিয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাবিবুর রহমান হাবিব। সে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উওরপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে।

৬ বছর আগে ঢাকা কমলাপুর রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পরে দু'পা হারান তিনি। এরপর ঢাকা মেডিকেলসহ আরও বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে দুরারোগ্য অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাবিবুর রহমান হাবিব।

প্রতি সপ্তাহে তার ১ থেকে দেড় হাজার টাকার ঔষধ প্রয়োজন হয়। এই পর্যন্ত ৬ বছরে হাবিবের চিকিৎসা করাতে মোট ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানায় হাবিবের পরিবার। বর্তমানে হাবিবের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা কিনা তার পরিবারের পক্ষে থেকে বহন করা সম্ভব নয়।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদা, বন্দরের ৫ টি ইউপি চেয়ারম্যান সহ বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন অসহায় হাবিবের বৃদ্ধ মা-বাবা।

হাবিব বাচঁতে চায়! এ জন্য বিত্তবানদের একটু সহযোগীতাই পারে অসহায় হাবিবকে বাচাঁতে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা :

বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উওরপাড়া এলাকার মিলন মিয়ার বাড়ি।

হাবিবের পিতাঃ- মো. মিলন মিয়া (০১৭৬০০০৪৩১৩) বিকাশ পার্সোনাল।

(এমএ/এএস/নভেম্বর ০১, ২০২১)