ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কনক লতা মন্ডল’র দুটি ছড়া 

২০২১ নভেম্বর ০৪ ১৫:৪৬:৪৯
কনক লতা মন্ডল’র দুটি ছড়া 







অসময়ে ডাক

ঘুড়ির টানে ছোটার মানে
দূর আকাশের পানে,
দমকা হাওয়া হঠাৎ পাওয়া
জীবন বীণার গানে।
ঘুড়ি উড়ে আকাশ ফুঁড়ে
কেউ তো নাহি জানে,
আশা নিয়া বাঁচে হিয়া
ভাগ্য সবাই মানে।
রঙ-বেরঙের ঘুড়ির ঢঙের
সুযোগ পেলে তাতে,
জীবন রসে ঘুড়ির বশে
লাটাই প্রভুর হাতে।
স্বপ্ন চোখে অবাধ শোকে
ঘুড়ির লড়াই চলে,
চলার পথে জীবন রথে
সুতা কাটে ছলে।
ঘুচবে যে ঋণ আসবে সুদিন
যাবে সুতা ছিড়ে,
ঘুড়ির আশে বুকের পাশে
কাঁদবে সবে ঘিরে।

জীবে প্রেম কর

জীবে প্রেম করে সুখ পায় ভরে
প্রভু খুশি হবে কর্মে,
দুখী দেখে দান কর তারে মান
সেবা দিবে তব মর্মে।
মাঝি করে গান ভরে মন প্রাণ
জারি সারি ভাসে বায়
, টলমল জলে গাছে ভরা ফলে
বেঁচে থাকে পাখি খায়।
করে জল পান গায় শুধু গান
মন দেহ ঠিক থাকে,
কালো মেঘ এলে ঝড় ঝরা ফেলে
বেশি হলে বান ডাকে।
ধর্মে মতি হলে সৎ পথে চলে
লোকে ভালো বলে |
তাই, দাও সবে মান ফিরে তবে পান
কোন কথা নেই ভাই।
মানী রাখে মান জ্ঞানী দেন জ্ঞান
জ্ঞানী গুণী যতো ভবে,
দানে নাহি ক্ষয় পাবে নাকো ভয়
তবে তুমি সুখী হবে।