ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কনক লতা মন্ডল’র ছড়া 

২০২১ নভেম্বর ০৮ ১৬:৫৭:৫৬
কনক লতা মন্ডল’র ছড়া 







সাথী হারা

সময়ের স্রোত বয়ে চলে
থাকে না তো থেমে,
মনে পড়ে মধুর স্মৃতি
তোমার আমার প্রেমে।

সাগর তীরে বায়ু ধীরে
হাতে রেখে হাতে,
রবি তখন অস্ত যেতো
স্বপ্ন চোখে রাতে।

হাজার স্মৃতি বুকে আঁকা
মুছবে না আর কভু,
তোমার রূপে ডুবে গেছে
আশার তরী তবু।

সাথী হারা পাখি আমি
উড়ে চলি নীলে,
তুমি আমার প্রাণের পাখি
মনে দাগা দিলে।

স্মৃতির মাঝে বেঁচে আছি
ব্যথা দিয়ে গেলে,
কোন সে আশায় ছেড়ে প্রিয়া
কী যে আর সুখ পেলে?