ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আগৈলঝাড়ায় জাল ভোট দিতে গিয়ে চারজনের ১৪ হাজার টাকা অর্থদণ্ড

২০২১ নভেম্বর ২৫ ১৭:৪৯:৪৬
আগৈলঝাড়ায় জাল ভোট দিতে গিয়ে চারজনের ১৪ হাজার টাকা অর্থদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে দুটি ওয়ার্ডে পুণঃনির্বাচনে বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন আচরনবিধি লংঘন ও জাল ভোট প্রদানের অভিযোগে ২টি মামলায় ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডর রায় অনাদায়ে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেন।

আদলতের বিচারক বৃহস্পতিবার বিকেলে জানান, বুধবার বিকেলে জাল ভোট প্রদানের সময় ওই এলাকার বাসিন্দা মিরাজ, রফিকুল শাহিন ওরফে কাদেরসহ অপর একজনকে হাতেনাতে আটক করে।

বয়স বিবেচনায় গ্রেপ্তারকৃতমিরাজ ও রফিকুলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করা হয়। এ ছাড়া নির্বাচনে আচারন বিধি লঙ্ঘনের দায়ে ২টি মামলায় অপর দুই জনকে ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে আদালত।

এসময় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহ জাহান, আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৫, ২০২১)