ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টাঙ্গাইলে অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন

২০২১ নভেম্বর ২৭ ২০:২৫:২৮
টাঙ্গাইলে অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী বাজারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ও গ্রামের শ’ শ’ নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশগ্রহন করে। ইন্দারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী মোজাম্মেল হক, নুর মোহাম্মদ, ডা. দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ, হাজী আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ কুটুম পাগলার মাজার প্রাঙ্গণে প্রতি বছর ১ ডিসেম্বর থেকে পাঁচদিনব্যাপী ওরসের নামে নারী পুরুষের সম্মিলিত অশ্লীল নৃত্য, বিভিন্ন ধরণের মাদক গ্রহন ও জুয়ার আসর বসানো হয়। মেলায় গভীর রাতে নারী-পুরুষের অশ্লীল লীলা।এতে এলাকার তরুণ ও যুব সমাজ নানা সমাজ বিরোধী কাজ ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মেলার নামে প্রতি বছরের এ আয়োজন বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে ইতোপূর্বে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।

(এসআইএম/এএস/নভেম্বর ২৭, ২০২১)