ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে ৬ হাজার ফ্লাইট বাতিল  

২০২১ ডিসেম্বর ২৬ ১৫:০৫:৩৮
যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে ৬ হাজার ফ্লাইট বাতিল  

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের সপ্তাহান্তে হাজার হাজার বিমান চলাচল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে পাইলট, বিমান পরিচালনার সাথে যুক্ত কর্মি এবং অন্যান্য স্টাফদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় বিশ্বব্যাপী বাতিল করা হয়েছে ৫ হাজার ৭শত বাণিজ্যিক বিমান। ফলে ছুটিতে ভ্রমণকারীরা পড়েছেন মারাত্মক অনিশ্চয়তায়। বাংলা প্রেস ।

ফ্লাইটঅয়্যারের তথ্য অনুসারে, বড়দিনের আগের দিন, বড়দিন এবং বড়দিনের পরের দিন ৫ হাজার ৭শত বাণিজ্যিক বিমান বাতিল করেছে। এর মধ্যে রয়েছে প্রায় এক হাজার ৭শতের বেশি মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

ক্রমবর্ধমান করোনভাইরাসের ঘটনা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ভ্রমণকারী এখনও উড়ে যাওয়ার কারণে এয়ারলাইনগুলিতে অপারেশনাল সমস্যা আসছে। পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) বলেছে যে তারা গত বৃহস্পতিবার সারা দেশে ২ দশমিক ১৯ মিলিয়ন লোককে স্ক্রীন করেছে, যা এক সপ্তাহ আগে ছুটিতে ভ্রমণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা।

(বিপি/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)