প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
আর্তমানবতার সেবায় শ্রী প্রনব মঠ ভারত শেবাশ্রম সংঘ
২০২২ জানুয়ারি ০৮ ২২:৩৮:০৪
প্রসেনজিৎ বিশ্বাস শিবু, নগরকান্দা : ফরিদপুর ভাংগা উপজেলার মালিগ্রামে আজ শনিবার যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শাখা কর্তৃক আয়োজিত হিন্দু ধর্ম সংস্কৃত মহাসম্মেলন ও আর্ত, দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এই দিনটি উপলক্ষে ভোর ৪টা থেকেই মঙ্গলারতি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ,হরিনাম সংকীর্তন,ভোগ নিবেদন আলোচনা সভা বিশ্বশান্তি কামনায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠান, হয় অনুষ্ঠিনটি সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রী প্রণব মঠ স্বামী সত্য (প্রিয়ান্দ জীবন মহারাজ) অনুষ্ঠানটি পরিচালনা করেন তীর্থ বান্ধব অ্যাড সঞ্জিব রায় ও মহারাজ সেবক শরণার্থী মন্ডল সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সিটি ব্যাংক ।
এসময় উপস্থিত ছিলেন শ্রী ভোলা নন্দ মহারাজ। ধর্ম আলোচনা করেন শ্রী আনন্দ চন্দ্র সরকার, শ্রী সদানন্দ টিকাদার।সংঙ্গিত পরিবেশ করেন বাবু খান ও তার সম্প্রদায়। মন্দির টিভির ফরিদপুর জেলার সম্পাদক শ্রী রিপন মন্ডল দুর্জয় সহ সমন্বয়কারী সম্পাদক শ্রী প্রসেনজিৎ বিশ্বাস ভাংগা উপজেলার প্রতিনিধি মানব সরকার, রাজৈর প্রতিনিধি বিপুল দাস, এশিয়ান সনাতন টিভি সুমন মন্ডল, অত্র মঠের ভূমি দাতা জয়া সেন গুপ্তের শারীরিক সুস্থতা ও বিশ্ব শান্তি এবং সকল ভক্তের মঙ্গল কামনায় শান্তি যঞ্জ অনুষ্টিত হয়।উক্ত অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরন ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
(পিবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)