ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

স্বামী হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

২০২২ জানুয়ারি ১৮ ১৬:৫২:২৫
স্বামী হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও একই উপজেলার মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আছিয়া খাতুনের সঙ্গে পরকীয়া করার একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন রমজান আলী। কিন্তু আছিয়া খাতুন তার স্বামী আবু বক্কার মন্ডল জীবিত থাকতে বিয়ে করতে পারবেন না বলে জানান। একপর্যায়ে তাদের পরকীয়ার বাধা দূর করতে দুজন মিলে আবু বক্কারকে হত্যার পরিকল্পনা করে।

পূর্ব পরিকল্পনা মোতাবেক ২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

(আই/এসপি/জানুয়ারি ১৮, ২০২২)