ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১০ জুয়াড়ি আটক 

২০২২ মার্চ ০৬ ১৮:৪৯:৫০
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১০ জুয়াড়ি আটক 

এ কে আজাদ, রাজবাড়ী : দেশের অন্যতম পতিতালয় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার সাইমুদ্দিন মন্ডল এর বোডিংয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ১০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার মৃতঃ করিম প্রামানিকের ছেলে মো. শওকত প্রামানিক (৩৭), উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃতঃ লাল মিয়ার ছেলে মো. পান্নু শেখ (৩৭), বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার পিতা. শেখ বাবলুর ছেলে রুহুল আমিন শেখ (৩২), উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়ার মৃতঃ আরসব বিশ্বাস এর ছেলে মোঃ হাকিম বিশ্বাস (৪০), উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার মো. আফছার আলী শেখ এর ছেলে মোঃ আল আমিন শেখ (৩৫), উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার মৃতঃ আরশাদ আলী ফকির এর ছেলে মোঃ চাঁন মিয়া ফকির (৩৫), দক্ষিন দৌলতদিয়া সৈদাল পাড়ার ওয়াজ উদ্দিন মন্ডল এর ছেলে আঃ হক মন্ডল (৫০),পাবনা জেলার ধর্মগ্রাম এলাকার মো. আজিত মোল্লার ছেলে মোঃ রওশন মোল্লা (৩৪), গাইবান্ধা জেলার বরকাতপুর এলাকার মাসুদ মন্ডল এর ছেলে মোঃ বাবু মন্ডল (৩৩) ও সিরাজগঞ্জ জেলার মধ্য খাস কাউলিয়া মিয়াপাড়া গ্রামের মো. আলতাফ হোসেন এর ছেলে মোঃ নুর হোসেন (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাট এলাকার যৌনপল্লী সংলগ্ন সাইমুদ্দিন মন্ডল এর বোডিংয়ে অভিযান পরিচালনা করে বোডিং এর কক্ষ থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জয়াড়িকে নগদ ২৮৫০টাকা ও তাসসহ তাদেরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, তাদেরকে ১৮৬৭ সনের ধারা অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/মার্চ ০৬, ২০২২)