ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

টিপ পড়ছোস কেন? 

২০২২ এপ্রিল ০৬ ১৫:১৪:৪২
টিপ পড়ছোস কেন? 







মনিরুজ্জামান প্রমউখ

টিপ নিয়ে করিস কেনো যো চাহে বাড়াবাড়ি?
জানিস না টিপ পরা বিষয়টা ব্যক্তিক নাগরিকি?
বলিস কেনো নির্বোধ তেহজিবহীনতার মতো-
"টিপ পড়ছোস কেন" রাস্তাহাঁটা?

রক্ষক ভক্ষক হয়ে যাস কোন যোশে?
স্বাধীনতা, নিজস্বতা, সামাজিক বিবিধ মূল্যবোধের
শিক্ষাগুলো যদি তোর থাকে অজানা, মনন বিয়োগ?
তবে কী উৎসব ছিলো তোর আইনের সৈনিক হওয়ার?
তুই নোস কোনো জাতীয় পতাকা, সংবিধানের পুস্তিকা, ধর্মীয় আল্লারেখা
তাতেও মানবতার অবিসংবাদিত স্বাধীনতার কথা লেখা
তাহলে "টিপ পড়ছোস কেন" উক্তি করার তুই কে হে বেটা?

ব্যক্তির ব্যক্তিগত যাপনের ঘরে প্রশ্রয়হীন ঢুকে পরার অধিকার
নেই কোনো ব্যক্তির, জানিস না ওরে নম্রহারা!
নিজের অভিসন্ধিতে নিজেকে আত্মনিয়োগ করে সারা জীবনের আবিষ্ট ফলাফলে যেখানে মানবের মিলে না কোনো গর্বিত নৈতিকতার বাটখারা
সেখানে তুই পরচর্চায় বিলিয়ে দিস ক্ষণিকের বিলাসে আত্মপরিচয়ের সুখতারা!
বলিস কেনো সীমার আদব ছেড়ে "টিপ পড়ছোস কেন" ওরে মানুষ নকল?
ওরে বিকল, মনুষ্যত্বের পায়ে হেঁটে হৃদয়টাকে উৎসর্গ কর সর্বদা মানবতায়।
পেয়ে যাবি জীবন নদের শ্রোতধারা, মানুষের অকৃত্রিম প্রশংসিত ভালোবাসা।