ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কবিগুরুর ১৬১তম জন্মজয়ন্তীতে প্রাণের শ্রদ্ধাঞ্জলি : আবীর আহাদ

২০২২ মে ০৭ ১৪:২৯:৩৮
কবিগুরুর ১৬১তম জন্মজয়ন্তীতে প্রাণের শ্রদ্ধাঞ্জলি : আবীর আহাদ

স্টাফ রিপোর্টার : ২৫ শে বৈশাখ। ৭ মে। আজ থেকে ১৬১ বছর পূর্বে এদিনে বৃহত্তর বঙ্গদেশের বুকে আবির্ভূত হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা, বাঙালি দর্শন, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, শিল্প, সঙ্গীত, নৃত্য-নাট্যকলা, সংস্কৃতি তথা বাঙালি জাতির অস্তিত্বের স্মারক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির আকাশে আবহমানকালের বিরাজমান এক অত্যুজ্জ্বল আলোকশিখা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিগুরুর আদর্শকে অন্তরে ধারণ করে বাঙালি জাতির একটি স্বাধীন সত্তার স্বপ্ন এঁকেছিলেন। তাইতো আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই মহাসমরে তিনিই হয়ে উঠেছিলেন অন্যতম প্রেরণার উৎস। তাঁরই রচিত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ এমনই এক মহাপুরুষ যে, যিনি বাঙালি জাতির যাবতীয় দুঃখ-ব্যথা, শোক-হতাশা, সুখ-শান্তি এবং সংগ্রাম, সংকল্প ও বিজয়ে সমহিমায় এক প্রতীকরূপে সামনে এসে দাঁড়ান। তিনি সর্বকালের সর্বযুগের তথা মহাকালের সকল শুভ চেতনায় প্রাসঙ্গিক মহাপুরুষ হিশেবে জাগ্রত হয়ে থাকবেন।

বিশ্বের কবি, বাংলার কবি ও বাঙালির জাতির যাবতীয় অস্তিত্বের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরাম্লান স্মৃতির প্রতি জানাই প্রাণের শ্রদ্ধাঞ্জলি।

(এ/এসপি/মে ০৭, ২০২২)