ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
ডিএমপির মাদকবিরোধী অভিযোগে গ্রেফতার ২১
২০২২ মে ০৮ ১১:২২:২৪
স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।
শনিবার (৭ মে) সকাল ছয়টা থেকে রবিবার (৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে এক হাজার ৪০৫ পিস ইয়াবা, চার কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও পাঁচ ক্যান বিয়ার জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
(ওএস/এএস/মে ০৮, ২০২২)