ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ব্রাজিলিয়ান তারকার পেছনে ১৩শ কোটি টাকা ক্ষতি বার্সেলোনার

২০২২ মে ১৩ ১৫:৩৮:২১
ব্রাজিলিয়ান তারকার পেছনে ১৩শ কোটি টাকা ক্ষতি বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোকে বিশাল লস দিয়েই বিক্রি করলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। টাকার অঙ্কে যা প্রায় ১৩শ কোটি টাকার বেশি। লোনে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলতে গিয়ে সেখানেই স্থায়ী চুক্তি করে ফেলেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

চলতি বছরের জানুয়ারিতে কৌতিনহোকে লোনে অ্যাস্টন ভিলায় পাঠিয়েছিল বার্সা। সেই লোনের চুক্তিতে একটি শর্ত ছিল, চাইলে মৌসুম শেষে কৌতিনহোকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে অ্যাস্টন। সেই চুক্তিই কাজে লাগিয়েছে ইংলিশ ক্লাবটি।

মৌসুম শেষ হওয়ার আগেই আগামী ২০২৬ পর্যন্ত কৌতিনহোকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্টন। এজন্য তাদের গুনতে হয়েছে মাত্র ১৭ মিলিয়ন পাউন্ড। পাশাপাশি বার্সেলোনার থেকে অনেক কম বেতনেই এ ক্লাবে খেলবেন কৌতিনহো

অথচ ২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে কৌতিনহোকে কিনতে ১৪২ মিলিয়ন ইউরো লেগেছিল বার্সার। যার মানে এবার ১২৫ মিলিয়ন ইউরো বা প্রায় ১ হাজার ৩শ ৩১ কোটি টাকা ক্ষতি দিয়েই তাকে বিক্রি করেছে স্প্যানিশ ক্লাবটি।

বার্সেলোনার জার্সিতে ১০৬ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন কৌতিনহো। মাঝে এক মৌসুম জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেও লোনে খেলতে গিয়েছিলেন তিনি। এবার অ্যাস্টন ভিলায় লোনে গিয়ে চার গোল ও তিন অ্যাসিস্ট করেছেন কৌতিনহো।

(ওএস/এসপি/মে ১৩, ২০২২)