ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, বেড়েছে ভাঙনের তীব্রতা

২০২২ মে ২২ ১৮:৫০:৫৮
যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, বেড়েছে ভাঙনের তীব্রতা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : টানা কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতি বছর বন্যার পানি বৃদ্ধি এবং কমার সময় ভাঙনের কবলে পরে উপজেলা খাষপুখুরিয়া ইউনিয়ন থেকে বাঘুটিয়া ইউনিয়নের ভুতের মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা।

এ বছর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই থেকে চরসলিমাবাদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে। গত ৩ দিনে বিনানই, চরসলিমাবাদ এলাকার ২০ টি বসতভিটা ২ টি মসজিদসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ, ২টি স্বাস্থ্য কেন্দ্র, বাজার সহ প্রায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, মিরকুটিয়া উপ স্বাস্থ্য কেন্দ্র, বাঘুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,চরসলিমাবাদ বাজার, ঐতিহ্যবাহী সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাঘুটিয়া কারিগরি স্কুল এ্যান্ড কলেজ,মনজুর কাদের কলেজ সম্ভূদিয়া, সম্ভূদিয়া আজিজিয়া আলীম সিনিয়র মাদ্রাসা, চরসলিমাবাদ দাখিল মাদ্রাসা, সম্ভূদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভূদিয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা বলেন, পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের তীব্রতা বেড়েছে,কিছু অংশে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান থাকলেও প্রয়োজনের তুলনায় অনেক কম।
বাকি অংশটুকু পানি উন্নয়ন বোর্ড সহ উর্ধ্বতন কর্মকর্তার কাছে জিও ব্যাগ ডাম্পিং এর অনুরোধ জানান সে।

ভাঙন বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এনায়েতপুর-চৌহালী পওর শাখা) মো. আব্দুল ওহাব বলেন, বর্তমানে ওই এলাকায় ভাঙ্গনরোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রয়েছে।

(আইএইচ/এএস/মে ২২, ২০২২)