ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

২০২২ মে ২২ ১৯:০৯:১৭
ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ভূমি সপ্তাহ উপলক্ষে একটা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি ও রাজস্ব তাসলিমা আলী এর সভাপতিত্বে ভূমি ও সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে শহরে একটি রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃআসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কল সেন্টারের মাধ্যমে অনলাইনে এবং ডাকযোগে ভূমি উন্নয়ন কর,খতিয়ান হালনাগাদ,পর্চা প্রাপ্তি, মিউটেশন সহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানের কথা বলেন। এই ধরনের ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/মে ২২, ২০২২)