ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

২০২২ মে ২২ ১৯:৩৫:৪৮
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক মো.আব্দুল্লাহ্ হক (৪০) এর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ্ চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের মৃত মাজহারুল হকের ছেলে। তিনি সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্মীয় শিক্ষক) ছিলেন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল শিক্ষক আব্দুল্লাহ্ মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিক থেকে আফড়া গ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই সালাউদ্দিন মোল্লা আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।

(এমজি/এএস/মে ২২, ২০২২)