ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

সাংবাদিককে অপহরণ চেষ্টায় গ্রেফতার ৩

২০২২ জুন ০৩ ১৭:০০:২০
সাংবাদিককে অপহরণ চেষ্টায় গ্রেফতার ৩

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীতে প্রকাশ্যে সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। তবে ঘটনায় মূলহোতা জিহাদুল ইসলাম জেহাদ, নুরে আলম ও হাবিবুর রহমান এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলো-নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা নুরুন মোমেন ওরফে কোটন, মামুন সিকদার ওরফে ছিডা মামুন ও নথুল্লাবাদ এলাকার মাহমুদ ওরফে রিয়াজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক তার ভবনে দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো। সেটি নিয়ে সাংবাদিক অপূর্ব অপুর সাথে মামুনের বিরোধ দেখা দেয়। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হবিবকে।

উল্লেখ্য, গত ২৯ মে বিকেলে সময় টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী।

(টিবি/এসপি/জুন ০৩, ২০২২)