ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

'পদ্মা সেতু'

২০২২ জুন ২৪ ১৮:৩২:১১
'পদ্মা সেতু'







এম কবিরুল ইসলাম মুন্না কবির

পদ্মার বুকে তৈরি হলো
পারাপারের সাঁকো।
শুভসূচনা ২৫ তারিখ
সকলেই চোখ রাখো।
বাঙালির আশা, আছে ভরসা,
সেতুটিকে ঘিরে।
হিংসা করোনা, অহংকার নয়,
পার হয়ে যাও ধীরে।

যার অবদানে তৈরি সেতু,
আমাদের চিরচেনা।
জাতির পিতার কন্যা সেতো
নামটি শেখ হাসিনা।

বিশ্ব কবির সোনার বাংলা,
বঙ্গবন্ধুর দেশ।
অপরুপ শত সৌন্দর্যে
ভরা এ বাংলাদেশ।
বিশ্বের কাছে পরিচিত আজ
নতুন প্রতিচ্ছবি।
গান গেয়েছেন গায়ক আর
হয়েছে অনেকে কবি।

যার নিয়ে এতো লেখা লেখি হলো
কারো নয় অজানা।
জাতির পিতার কন্যা সেতো
নামটি শেখ হাসিনা।

পদ্মা সেতুর উপর দিয়ে
চলবে কত গাড়ি।
শ্রমিক শত কর্মী যাবে
যাত্রী হয়ে বাড়ি।
শত মানুষের চলার পথের
কষ্ট হলো দূর।
হানাহানি নয় আসুন সবে
মিলাই মৈত্রীর সুর।

খুশির বার্তা কে দিলো হায়
তোমরা কি জানো না?
জাতির পিতার কন্যা সেতো
নামটি শেখ হাসিনা।

খরস্রোতা নদীর বুকে
দাঁড়িয়ে আছে একা।
বিয়াল্লিশ-টা পিলারের উপর
দূর থেকে যায় দেখা।
করোনি-তো তুমি মাথা নত হায়
বহি:শত্রুর কাছে।
মৃত্যুর মুখে পড়েছো তবু
বুকেতে সাহস আছে।

দোয়া করি তুমি দূর করে দাও
হতাশা জাতির ঘৃণা।
জাতির পিতার কন্যা সেতো
নেত্রী শেখ হাসিনা।