ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অপারেশন থিয়েটার ও রেটিনা ইউনিটের ফলক উম্মোচন

২০২২ জুলাই ০৭ ১৯:৪২:৫০
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অপারেশন থিয়েটার ও রেটিনা ইউনিটের ফলক উম্মোচন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজারের সর্ববৃহৎ আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতিসহ একের পর এক সাফল্য ধারাবাকিভাবে যোগ হয়ে আসছে। এবার সাফল্যের ধারাবাহিকতায় যোগ হলো আধুনিক অপারেশন থিয়েটার ও রেটিনা ইউনিট এর কার্যক্রম।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে হাসপাতালটির আধুনিক অপারেশন থিয়েটার এবং রেটিনা ইউনিটের ফলক উম্মোচন করা হয়েছে। ফলক উম্মোচন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সভাপতি মীর নাহিদ আহসান।

আনন্দঘন এ সময় আরও উপস্থিত ছিলেন, বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেন, সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব, অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ (চুন্নু) , যুগ্ম-সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম-সম্পাদক এস এম উমেদ আলী।

এছাড়া ফলক উন্মোচন অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসককে স্মারক সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বি এন এস বি চক্ষু হাসপালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ (চুন্নু)।

(একে/এসপি/জুলাই ০৭, ২০২২)