ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

২০ বছরেও একটি হুইল চেয়ার জোটেনি প্রতিবন্ধী মমিনুলের

২০২২ আগস্ট ২৬ ২১:৩৪:৪৬
২০ বছরেও একটি হুইল চেয়ার জোটেনি প্রতিবন্ধী মমিনুলের

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : শারীরিক প্রতিবন্ধী মমিনুল ইসলাম একটি চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছেনা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা পূর্বপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মমিনুল (২০)।জম্মের পর থেকেই হাত ও পা মোড়ানো।

একটি হুইল চেয়ারের অভাবে ২০ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে সে। মমিনুল এর পরিবারের আকুতি, তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।

খোঁজ খবর নিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা গ্রামের চায়ের দোকানদার আজাদুল ইসলাম এর ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

চারটি হাত পায়েই তার নষ্ট। হাত ও পা দিয়ে কোনও ভাবেই হাটা চলা করতে পারে না। হাত ও পায়ের অধিকাংশই বাঁকা।

মমিনুল এর বাবা জানান,আমার বসবাস করার মত কোন জায়গা জমি নেই মামার বাড়ীতে থাকি। গোটাউন বাজারে চা বেচে কোনমতে সংসার চালাই।তাই হুইল চেয়ার কিনে দেওয়ার মত কোন সামর্থ্য নেই আমার।
একটি হুইল চেয়ার জন্য অনেকের কাছে গিয়েছি কেউ সহযোগীতা করেনি। ২০ বছরেও একটি হুইল চেয়ার জোটেনি তার কপালে।

হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান এলাকার মাহবুব আলম।

ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান (রিপন) জানান, ছেলেটি আসলেই খুবই অসহায় ওর বাবা একজন চা দোকানী খুব কষ্ট করে দিন চলে। একটি হুইল চেয়ার হলে ছেলেটার কষ্ট একটু কমবে। পরিবারের সাথে যোগাযোগ মোবাইল নং ০১৯৯৫৪৪৩৮৪৪।

(এসআইআর/এএস/আগস্ট ২৬, ২০২২)