ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
মা আসছেন
২০২২ সেপ্টেম্বর ৩০ ১৩:৩১:৪৬
দীপক চক্রবর্তী
মা আসছেন মা আসছেন
পড়ে গেছে সাড়া,
করবে সবাই মাকে বরণ
চলছে তারই তাড়া।
মা আসছেন মর্ত্য লোকে
সিংহ হলো বাহন,
করতে নিধন অসুর দমন
কয়েক হাজার কাহন।
গনেশ হলেন সিদ্ধি দাতা
ধনের দেবী লক্ষ্মী,
ধন দৌলত দেনযে তিনি
বাহন পেঁচক পক্ষী।
কার্ত্তিক হলেন সেনা পতি
অসুর দমন যজ্ঞে,
সর্প রাজকে করতে নিধন
ময়ুর গেলো স্বগ্যে।
বিদ্যা দেবী সরস্বতী
চণ্ডী মহা চণ্ড,
মহা মায়ার যোগ বলেতে
অসুর হলো খণ্ড !
স্বর্গ হতে দেবগন
পুষ্প বৃষ্টি ঝরে,
আনন্দ-তে দেবগণ
চণ্ডী স্তব করে।