ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সীমান্ত ঘেষা উত্তরের জেলা দিনাজপুরে বর্ণিল কুমারী পুজা

২০২২ অক্টোবর ০৩ ১৩:২৫:৪৮
সীমান্ত ঘেষা উত্তরের জেলা দিনাজপুরে বর্ণিল কুমারী পুজা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে ভারতীয় সীমান্ত ঘেষা উত্তরের জেলা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ মিশন মন্দিরে অনুষ্ঠিত হয় এই কুমারী পূজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মিশনের অধ্যক্ষ বিভাত্মানন্দ মহারাজ উত্তমানন্দজীউ মহারাজের পৌরহিত্যে সফলভাবে কুমারী পূজা সম্পন্ন করেন। কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছিলো দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের ২য় শ্রেণির ছাত্রী সঞ্চাতী চক্রবর্তীকে।

কুমারী পূজা মন্দিরের পুরোহিত মহারাজ উপস্থিত পূজার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মুলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তব কুমারী পূজা।

করোনার পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে আয়োজিত এই কুমারী পুজায় অংশগ্রহণের উচ্ছাসিত ভক্ত-পুণ্যর্থীরা।

(এসএএস/এএস/অক্টোবর ০৩, ২০২২)