ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা

২০২২ নভেম্বর ১৮ ১৮:২৩:৪৩
মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা








চেনা-অচেনা

নীরা,
কতদিন এ পথে আসো না-
দূর্বা গজিয়েছে,
মিলিয়ে গেছে বর্ষ মাসের পায়ের ছোপ।
এখানে এখন আগাছা,
গুল্মলতা একে অপরকে জড়িয়ে ধরে
স্মৃতিচারন করে।
তোমার উপেক্ষিত লতাপাতারা
আজ বড় হয়েছে।
হিজল বন
শেকড়বাকড়ে ভরে গেছে-
আজ পুরোনো রেললাইন
ঢেকে গেছে।
নীরা,
কুয়াশা চাদরে আটকে আছে শৈশব-কৈশোর-যৌবন,
এখানে সূর্যের আলো অব্দি পৌঁছে না।
হুইসেল নেই,
সতর্কবার্তা নেই লাল কিবা সবুজের।
এখন ডোবার ধারে ডাহুক ডাকে,
দিনদুপুরে মিলনের সুর।
প্রতি বসন্তে-
সঙ্গীহারা ডাহুকের কান্না শুনে
অতিথি পাখিরা আসে,
পল্লবীর ফাঁকফোকরে চোখ রাখে।
একতারা হাতে লালন আসে
গান ধরে
'মিলন হবে কত দিনে... '
নীরা,
তুমিতো ভুলোমনে
শীতের শীতার্ত রাত হয়ে,
অতিথি পাখি হয়ে,
কিংবা
লালনের একতারায়
একটিবার কুয়াশার চাদর
হয়ে আঁকড়ে ধরে
জানিয়ে দিতে পারো
তুমি গত হও নি।
জানাতে পারো-
তোমার-আমার শ্বাস
এ পৃথিবীর বায়ু মন্ডলের এক একটি দূষিত অংশ।