ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
বিশ্বকাপ ফুটবল
২০২২ ডিসেম্বর ০৩ ১৯:৫৭:৫৬
মোহাম্মদ ইলিয়াস
ফুটবল নিয়ে মাতামাতি
চলছে এখন বেশ,
কোন দল হবে চ্যাম্পিয়ন
হিসেবের নেই শেষ।
প্রতিদিন জয় পরাজয়
প্রিয় দলের বিদায়,
কারো কাছে ফলাফল
মেনে নেয়া দায়।
প্রিয় দল প্রিয় খেলোয়াড়
থাকে সবার আগে,
উলটা পালটা কথা শুনে
মনে হিংসা জাগে।
ফেসবুক আর ইউটিউব
ফুটবল নিয়ে গরম,
হারজিতের বির্তকটা
জমে উঠেছে চরম।
খেলবে যারা ভালো খেলা
তারাই এগিয়ে যাবে,
শেষের হাসি হাসবে তারা
জয়ের স্বাদটা পাবে।
এটা নিয়ে কিসের ঝগড়া
কিসের মারামারি,
দেশ প্রেমটা বাড়াও মনে
বিদেশ প্রীতি ছাড়ি।
বিশ্বকাপে বাংলাদেশ
স্বপ্ন আগামীর তরে,
খেলা দেখার আনন্দটা
আসবে তবে ঘরে।
ক্রিকেট নিয়ে গর্ব যেমন
ফুটবল নিয়েও হবে তাই,
ফুটবল বিশ্বকাপ জুড়ে
বাংলাদেশকে চাই-ই চাই।
