ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

হিলিতে দু'দেশের কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ

২০২৩ জানুয়ারি ২৬ ২০:১৮:০৩
হিলিতে দু'দেশের কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আন্তর্জাতিক কাস্টমস দিবসে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ-ভারত দু'দেশের কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে হিলিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে হিলি সীমান্তের জিরো পয়েন্টে ভারতের কাস্টমস কর্মকর্তা এজাজ আহম্মেদের হাতে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের সুপারিন্টেনডেন্ট আব্দুল মজিদ।পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় উভয় দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবস উপলক্ষে হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়জিদ হোসেনের সভাপতিত্বে পানামা হিলি পোর্টের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।

অনুষ্ঠানে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার শ্যানাল, ব্যবসায়ী আব্দুল আজিজ সরদারসহ অন্যরা বক্তব্য রাখেন।

(এসএএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৩)