ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

মানিক লাল ঘোষ’র একুশের ছড়া 

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১৫:০৬:২১
মানিক লাল ঘোষ’র একুশের ছড়া 







ডাক দিয়ে যাই

আমার একুশে অমর একুশে
অমর একুশে বিশ্বের
আমার একুশে গরীব দুঃখীর
অধিকার হারা নিঃশ্বের।

আমার একুশে প্রতিবাদী
অন্যায়ের বিরুদ্ধে
অমর একুশে প্রেরণা জোগায়
দাবি আদায়ের যুদ্ধে।

আমার একুশে জেগে ওঠার
অমর একুশে ও তাই
জেগে ওঠো বাঙালি জাতি
ডাক দিয়ে যাই।

মৌসুমী ভালোবাসা

একুশ এলেই
বুকটা যেনো কেমন করে,
একুশ এলেই
দুচোখ বেয়ে অশ্রু ঝরে।
একুশ এলেই
দেশের প্রতি বাড়ে টান,
একুশ এলেই
হৃদয়ে জাগে ভাষার গান।
একুশ এলেই
কত রকম হয় প্লান,
একুশ গেলেই
সব কিছু তার হয় ম্লান।

স্বীকৃতি

একুশ মানে কবিতা নয়,শ্লোগান নয়
নয়কো শুধু বক্তৃতা আর বিবৃতি
একুশ মানে সর্বস্তরে-----
চাই মায়ের ভাষার স্বীকৃতি।

চেতনা

যে রক্ত আমার ভাইয়ের
সে রক্ত মায়ের,
এ রক্ত লড়তে শেখায়
বিরুদ্ধে অন্যায়ের।