ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বসন্ত এলে

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৫:২৭:৪৮
বসন্ত এলে







জামাল উদ্দিন আহমেদ

বসন্ত এলে বুক ভরে যায় ছন্দে
নানা ফুলের নানা বাহার
প্রাণ ভরে যায় গন্ধে
সুরভী হাওয়া বেণু বাজায়
শুকনো পাতার বনে
কোকিল ডাকে মধুর সুরে
নীল ভ্রমরার সনে
হাজার রকম স্বপ্ন জাগে
আমার হৃদয় মাঝে
বকুল বনে ঘুরে বেড়াই
মন বসে না কাজে
নতুন দিনের ছবি আঁকি
পথের ধুলায় বসে
আকাশ কুসুম কল্পনা সব
ভিরে আমার পাশে ॥