ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

হাজার বছর পরে

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৬:৪৪:৫৭
হাজার বছর পরে







দীপক চন্দ্র পাল

বিজয় হয়েছে কবে তুমি জানো-
কত রক্ত ঝড়া প্রানের বিনিময়ে,
ইতিহাস রচিত হয়েছে আমার মায়ের ভাইয়ের রক্তে।
তোমার অজানা কত শত কথা
একটু ফিরে দেখো।

আমি হাড়িয়েছি কত আপন জন, সখা
দেখো চেয়ে ওই সবুজ লাল পতাকায়-
কত শহীদের প্রতিচ্ছবি ভেসে উঠে স্বর্ণালী আভায়।
বিজয়ের দিন তার পর একুশের প্রভাতে,
আরো দেখি আমার বোনের মায়াময় মূখ-খানা-
হঠাৎ ডেকে উঠি মা মা বলে।

ওই দেখো সবুজ লালে আমার অস্তিত্বের স্মৃতি
আজো দেখি,তুমি দেখোনি কোন খেয়ালে।
হে স্বাধীনতা তুমি বিজয়ের, সুখ-দুঃখের সঙ্গী হয়ে শূন্যে বেড়াও কতকাল ধরে।
আর কি দিবে না দেখা-কোকিল ডাকা মাঠে মাঠে।
গুংরানো কান্না ভাসে নীরব অন্ধকারে
হাজার বছর পরে,আপন বাংলার এই শ্যামল ছায়ায়।

মমতায় জড়িয়ে স্নিগ্ধ শান্ত জলে,
মিলনের স্নানে পূর্ণ প্রাণে-তুমি একটু অনুভব করো।
এসো মিলিব আবার স্বজন সরবরে শত ব্যাথা ভুলে।
অনাদিকাল ধরে মহাকালের পথে-পথে-
শক্ত হাতে ধরো কঠিন করে,
এগিয়ে চলো দুর্বার বেগে।

ছাড়িবনা আর ওই লাল সবুজের পতাকা-
হাজার বছর পরেও।