প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৮:০২:৩৭
সিদ্দিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বাউফলে মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব বাউফলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বাউফল উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব বাউফল এর সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ এর বিরুদ্ধে উপজেলার কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ পিকু বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা দ্বয়ের করে।
সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে সালাউদ্দিন আহমেদ পিকু কোনো এক লঞ্চে মদ্যপান করিতেছে। বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার ছবি সংবলিত দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন করায় চেয়ারম্যান ঐ মিথ্যা মামলা দ্বয়ের করে। মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার প্রেসক্লাব বাউফল এর কার্য্যালয়ের সামনের রাস্তায় সংগঠন টি মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবি দ্রুতসময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে বলে জানা যায়।
(এসআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৩)