ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

আ-মরি বাংলা ভাষা

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ২০:৪৩:২৯
আ-মরি বাংলা ভাষা








আবু তাহের সরফরাজ

ভাষার ভেতর দিয়া গড়ায়া গড়ায়া বার হয়া আসে শহিদের খুলি
এই দৃশ্য দেখিয়া কতিপয় অক্ষর তড়াসে কাঁপিয়া উঠিল
কিছু শব্দ নত হয়া গেল, আর কিছু বাক্য দাঁড়ায়া গেল সুশৃঙ্খল গার্ড অব অনারে
চারুকলার ছাত্রীরা শহিদদের নিয়া গান গায়া উঠল
ভাষা দিবসে প্রধানমন্ত্রী শহিদ মিনারে গেলেন
তারে ঘিরিয়া ঘিরিয়া ঘুরিল নিরাপত্তা চোখ

জাতি যথাযোগ্য মর্যাদায় ভাব আর গাম্ভীর্য নিয়া
নানা টেবিলের ওপরে আর নিচে কায়দামতো সাজিয়ে গুছিয়ে
দিবসটি পালন করল।
এরপর ভুলে গেল।

এরপর ভাষার ভেতর দিয়া গড়ায়া গড়ায়া ভাষার ভেতর
মিলায়া গেল শহিদের খুলি। চূর্ণ হয়া ছড়িয়ে পড়ল তারা
যেন বিস্ফোরণ
আর কঁকিয়ে উঠল, আ-মরি বাংলা ভাষা!