ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৩ মার্চ ১৬ ০০:৫৮:৩৯
বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত বাগেরহাটের প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

বুধবার সন্ধ্যায় বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আহসানুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, প্রেস ক্লাবের সহ সভাপতি ইসরাত জাহান, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, অর্থ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, বাগেরহাট বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, বাগেরহাট জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলী, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি শওকত আলী বাবু, শিক্ষিকা মানসুরা খানম চম্পা, আরটিভির জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আরিফুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, দেশ টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি এস এস শোহান, গ্লোবাল টিভির প্রতিনিধি সোহেল রানা বাবু, আজকালের প্রতিনিধি আল আমিন খান সুমন, ঢাকার ডাকের প্রতিনিধি এস এম রাজ, ভোরের দর্পনের প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

(এসএকে/এএস/মার্চ ১৬, ২০২৩)