ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার
২০২৩ মার্চ ২১ ১৭:৩৮:১৫স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়ে শওকত মাহমুদ জানান, এখনো বহিষ্কারের বিষয়ে আমি কোনো চিঠি পাইনি। তবে শুনেছি, এটা দুঃখজনক।
(ওএস/এসপি/মার্চ ২১, ২০২৩)