ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার’ 

২০২৩ মার্চ ২১ ১৯:৩২:৩৮
‘বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার’ 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ লাইনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। জেলা পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, সংরক্ষিত মহিলা আসনের রাবেয়া আলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।

এর আগে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ম্যুরালের উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ম্যুরাল উন্মোচন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে ক্ষমতা বদল করতে হলে তাদের (বিএনপি) জনগনের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।

(ওকে/এসপি/মার্চ ২১, ২০২৩)