প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাঁশ বাড়ী শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশু ও বৃদ্ধাদের ইফতার ও বস্ত্র বিতরণ
২০২৩ এপ্রিল ১৪ ১৩:৩২:১০
কাজী দেলোয়ার হোসেন, সাভার : মাসব্যাপী পথশিশু ও বৃদ্ধাদের মাঝে ইফতার ও বস্ত্র বিতরণ করছে বাঁশ বাড়ী শিশু যুব কল্যাণ সংস্থা।
১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে মাসব্যাপী প্রতিদিনের ন্যায় সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন উৎসব প্লাজার ৩য় তলায় বাঁশ বাড়ী শিশু যুব কল্যাণ সংস্থার অফিস থেকে প্রতিদিন পথশিশু ও বৃদ্ধাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বাঁশ বাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান তুষার ঘোষ এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো এই অবহেলিত পথশিশু ও বৃদ্ধাদের জন্য কাজ করে যাবো। যারা এই সমাজে অবহেলিত অনাহারে ও বস্ত্রহীনতায় আছে আমি ও আমাদের বাঁশ বাড়ি শিশু যুব কল্যাণ সংস্থা তাদের পাশে থাকবো।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুব আহমেদ, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক সুরভী ঘোষ এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক তরুণ বিকাশ চাকমা, সিনিয়ার সদস্য জয়শ্রী ঘোষ, কোষাধক্ষ ইপি সাহা, সদস্য পিয়াংকা চাকমা প্রমুখ।
(কেডিএইচ/এএস/এপ্রিল ১৪, ২০২৩)