ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » অগ্নিকন্যা » বিস্তারিত

দিনাজপুরে মাছের পোনা চাষ করে স্বাবলম্বী সাদেকা বানু

২০২৩ মে ২৩ ১৯:২১:১৯
দিনাজপুরে মাছের পোনা চাষ করে স্বাবলম্বী সাদেকা বানু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে মাছের পোনা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন নারী উদ্যোক্তা সাদেকা বানু। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তিনি ৩১ একর জমিতে ২২টি পুকুরে জি-থ্রি রুইসহ বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনে স্বাবলম্বী হয়েছেন। তার সাথে স্বামীও কাজ করছেন। প্রায় ২০টি পরিবারে করে দিয়েছেন,কর্মসংস্থানের ব্যবস্থা। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকে মৎস্য চাষে ঝুকছেন। নারী উদ্যোক্তা সাদেকা বানুর এখন বাৎসরিক আয় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।

২০১৫ সালে নিজ গ্রাম দিনাজপুর দক্ষিণ কোতয়ালীর মালিগ্রামে দু’টি পুকুর লিজ নিয়ে তিনি রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, সাদাপুটি, তেলাপিয়া পোনা উৎপাদন শুরু করেন। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখেন তিনি। পরের বছর গ্রামের আরও তিনটি পুকুর লিজ নিয়ে মাছের পোনা উৎপাদনের বিস্তৃত বাড়ান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নারী উদ্যোক্তা সাদেকা বানুকে। বর্তমানে নিজ গ্রামসহ পার্শবতী এলাকা বড়গ্রাম ও কমলপুরে ৩১ একার জমিতে ২২টি পুকুরে জি-থ্রি রুইসহ বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করছেন তিনি।

সাদেকা বানু’র বয়স এখন চল্লিশের কাছাকাছি। চোখে-মুখে এখনো তার এগিয়ে যাওয়ার স্বপ্ন। এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাদেকা বানু জানায়,‘আমার ফিরে তাকার সময় নেই। এখন আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন। আল্লাহ রহমতে অনেক দূর এগিয়ে গেছি। এখন আমার আমার সুখের সংসার। এই মাছের পোনা চাষ ও বিক্রি করে দুইটি মেয়েকে বিয়ে দিয়েছি। ছেলেকে পড়া-লেখা করাচ্ছি। তাকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন আমার।এজন্য এখনো হাল ধরে আছি। দুইটি পুকুর থেকে আমার এখন ২২টি পুকুর। ৩১ একার জমিতে এই ২২টি পুকুরের মধ্যে তিনটি পুকুরে গত বছর থেকে জি-থ্রি রুই মাছের পোনা উৎপাদন করছি। এতে অনেক সাফল্য এসেছে। এ পোনা মাছের চাহিদাও অনেক। আমি হিসেব করে দেখেছি,সব বাদ সাত দিয়ে আমার এখন বাৎসরিক আয় থাকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।ভাবছি,আরো কিছু পুকুরে এই জাতের মাছের পোনা উৎপাদন করবো।’

সাদেকা বানুর স্বামী আগে ধান-চালের ব্যবসা করতেন। এখন স্ত্রী সাদেকা বানুর সংগ্রামী জীবনের সাফল্য দেখে স্বামী বেলাল হোসেনও অন্যপেশা ছেড়ে স্ত্রী’কে সহায়তায় এগিয়ে এসেছেন।পুকুরগুলো তত্বাবধায়নে কাজ করছেন তিনি।

বেলাল হোসেন এ প্রতিবেদককে জানান,‘অন্য পেশার চেয়ে এই পেশা লাভ এখন সন্মানজনক। স্বাধীন পেশা।কেউ মুখের ভাষা খারাপ করে আর গালি দিতে পাবেনা। স্ত্রীর এই পেশার প্রতি সন্মান জানিয়ে অন্য ব্যবসা ছেড়ে আমিও তার সাথে যুক্ত হয়েছি। তার সাথে যুক্ত হওয়ার প্রায় ৫ বছর হলো। আমি এবং আমার স্ত্রী উভয়ে পোনা মাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করি। দরদাম ঠিক থাকলে পোনা দেই।মাছের খাবার নিয়ে আসি।পুকুরে দেই। এখন আর অন্য কাজ করার সময় পাই না। তাই,এই পেশাতেই এখন বেছে নিয়েছি।’

গত বছর থেকে পরীক্ষামূলক ৩টি পুকুরে ওয়ার্ল্ডফিশ উদ্ভাবিত ‘তৃতীয় প্রজন্ম’ বা জি-৩ রুই এর পোনা উৎপাদন শুরু করেন সাদেকা বানু। এতেও ব্যাপব সাফল্য পেয়েছেন তিনি।চলিত রুই মাছের চেয়ে শতকরা প্রাায় ৩০ ভাগ বেশি বৃদ্ধি পায় জি-৩ রুই এর।তাই, জি-৩ রুই পোনার ব্যাপক চাহিদা থাকায় পোনা মাছ বিক্রেতারা তার পুকুরে ঝুকতে থাকে। ইতোমধ্যে তার পুকুরের পাছের পোনা জেলা ছাড়িয়ে সারাদেশে সরবরাহ শুরু হয়েছে।

সরজমিনে গিয়ে পুকুর পাড়ে কথা হয় পোনা মাছ নিতে আসা মকবুল হোসেন,মোজাম্মেল,সফিকুল, রমজান,নেহাল,পরেশ মহন্তসহ অনেকের সাথে। বাই-সাইকেলের পেছনে বড় সিলভারের হাড়ি বেখে তার ভেতরে পোনা মাছ নিয়ে হাড়ির মুখে লাল-সাদা কাপড় পেচিয়ে তারা ছুঁটে চলেন গ্রাম থেকে গঞ্জে পোনা মাছ সরবরাহে। তাদের এমনি একজন পোনা মাছ ব্যবসায়ী মকবুল হোসেন।

মকবুল হোসেন জানান,‘বাপু-অন্য পোনার চাইতে এখন জি-৩ রুই এর পোনার অনেক চাহিদা। বিত্রি করে লাভও ভালো। তাই এই পোনা নিয়াই যাচি। অর্ডার আছে।কাহারোল উপজেলায় যাবো পোনা দিতে। সপ্তাহে ৩/৪দিন ব্যবসা করি। এতে যা লাভ পাই,তাদেই সংসার চলে।’

নারী উদ্যোক্তা সাদেকা বানুকে এবিষয়ে প্রথম থেকেই সহায়তা করে আসছে,মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। মাছের পোনা উদ্যোক্তা তৈরিতে মহিলাদের দিয়ে সমিতির মাধ্যমে কাজ করছে,প্রতিষ্ঠান দু’টি। শ্যামলী মহিলা সমিতি নামে এমন একটি সংগঠনের সদস্য সাদেকা বানু। যার সদস্য সংখ্যা ১৯৪০ জন।

মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের মৎস্য কর্মকর্তা মো.রায়হান আলী জানান,‘সাদেকা বানু তাদের একজন সফল নারী উদ্যোক্তা। দীর্ঘ ৭/৮ বছর ধরে তাকে সহায়তা করছি আমরা।তিনি বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করলেও গত বছরেই প্রথম আমরা তাকে পরীক্ষামূলকভাবে এককেজি ‘তৃতীয় প্রজন্ম’ বা জি-৩ রুই এর রেনু দেই পোনা উৎপাদনের জন্য। তারপর তিনি আরো দুইকেজি আরো ‘তৃতীয় প্রজন্ম’ বা জি-৩ রুই এর রেনু ক্রয় করে পুকুরে পোনা উৎপাদনে নামে। এতে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তার পোনা এখন জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চওেল যাচ্ছে,মাছ চাষের জন্য। আমরা খুকই গর্বিত। আমাদের উদ্যোক্তার সাফল্যে।’

‘তৃতীয় প্রজন্ম’ বা জি-৩ রুই এর পোনা উৎপাদনে সাদেকা বানুকে সবরকম প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে.দিনাজপুর জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুজ্জামান জানান, ওয়ার্ল্ডফিশ উদ্ভাবিত ‘তৃতীয় প্রজন্ম’ বা জি-৩ রুই এর পোনা উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন,নারী উদ্যোক্তা সাদেকা বানু। তার সাফল্যে এখন অনেকে অনুপ্রাণিত। আমরা সবরকম প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাকে সহযোগিতা করছি। অন্যরাও চাইলে এ সহায়তা পাবে। আমরা চাই নারীরা আরো এগিয়ে আসুক এধরনের কার্যক্রমে। এসব কাজে তাদের সাফল্য পাবার বেশি সুযোগ থাকে।’

নারী উদ্যোক্তা সাদেকা বানুর সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। তার সাফল্য দেখে অনেকে এখন মৎস্য চাষে ঝুকছেন। দূর-দূরান্ত থেকে অনেকে ছুঁটে আসছেন,তার মাছের খামার দেখার জন্য।

(এসএএস/এএস/মে ২৩, ২০২৩)