ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে পরীমণির ‘মা’

২০২৩ মে ২৭ ১৫:৫৪:১৩
যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে পরীমণির ‘মা’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত নতুন সিনেমা ‘মা’ শুক্রবার (২৬ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার। তার পরিচালিত প্রথম সিনেমা এটি।

জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক)-এ ‘মা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার (২৬ মে) সিনেমাটির প্রথম শো দেখার জন্য ছেলেকে নিয়ে ছুটে যান মিরপুরের সনি স্কয়ারে। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমের। সে সময়ে পরীমণি বলেন, এ ছবিতে দেশ, যুদ্ধ, একজন মা, অনেক কিছুই আছে। সিনেমাটি আমার কাছে একেবারে নিজের বাচ্চার মতো। অন্তরের খুব কাছের। এতদিন এটা আমার, আমাদের ছিল। এখন আপনাদের (দর্শক) হাতে তুলে দিয়েছি। তাই সিনেমাটি আপনাদের।’

গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অন্যদের মধ্যে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।

মুক্তিযুদ্ধের সময়কে কেন্দ্র করে ‘মা’ সিনেমার গল্প তৈরি হয়েছে। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এতে ফুটে উঠেছে। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে দৃশ্যায়ন করা হয়েছে। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

(ওএস/এএস/মে ২৭, ২০২৩)