ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ

২০২৩ জুন ০৪ ২০:১৪:২২
রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৯ জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এদিন দুইজন ভিক্ষুককে দুইটি চার্জার ভ্যানগাড়ি এবং ৭ জন ভিক্ষুককে দুইটি করে ছাগলসহ নগদ ৫শ’ টাকা করে দেয়া হয়।

ভিক্ষুকদের হাতে ভ্যানগাড়ি ও ছাগল তুলে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) ফেরাউল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাণীনগর শাখার ম্যানেজার কাজী মঞ্জুর রশীদ প্রমুখ।

(বিএস/এএস/জুন ০৪, ২০২৩)