প্রচ্ছদ » অগ্নিকন্যা » বিস্তারিত
জাতীয় পুরস্কার পেলেন গৌরনদীর প্রণামী পোদ্দার
২০২৩ জুন ২১ ২০:৪৫:৪৩আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতীয় শিক্ষা ২০২৩ উপলক্ষে উচাঙ্গ সংগীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় বিজয় অর্জন করা বরিশালের গৌরনদী পৌর সভার সুন্দরদী মহল্লার প্রণামী পোদ্দার পুরস্কার হিসেবে শুভেচ্ছা শিক্ষা মন্ত্রীর কাছ থেকে স্মারক, ট্রফি ও নগদ টাকা গ্রহন করেছে।
উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী প্রণামী পোদ্দার প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গ সংগীত প্রতিযোগীতায় খ গ্রুপে প্রথম স্থান লাভ করে। পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গ সংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান অর্জন করে।
গত ৫ ও ৬ জুন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় প্রণামী পোদ্দার তৃতীয় স্থান অর্জন করেন। গত ১৯ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বিজযী প্রণামীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি (এম.পি)।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের কন্যা।
(টিবি/এএস/জুন ২১, ২০২৩)