ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

দরিদ্র মিলনী রানীকে বাঁচাতে এগিয়ে আসুন

২০২৩ আগস্ট ০৮ ১৫:০০:১০
দরিদ্র মিলনী রানীকে বাঁচাতে এগিয়ে আসুন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা উত্তর পাড়া গ্রামের দরিদ্র বিধান মালোর স্ত্রী মিলনী রানীর জটিল ও কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ফরিদপুর ও ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন কিন্তু সঠিক রোগের লক্ষ্যন জানতে পারেনি।

চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসা করলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এতে অনেক টাকার প্রয়োজন।

কিন্তু দরিদ্র বিধান মালোর পক্ষে স্ত্রীর চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই মিলনী রানীর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

মিলনী রানীকে সাহায্য পাঠানো যাবে বিধান মালো ০১৭১২-৩৬১৪৯৭ (বিকাশ),0200012923774 অগ্রনী ব্যাংক নগরকান্দা শাখা।

নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক জানান, বিষয় টি জেনেছি আর্থিক সাহায্যের জন্য আবেদন ফরম পূরণ করে আবেদন করা বলা হয়েছে।

(পিবি/এএস/আগস্ট ০৮, ২০২৩)