ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

উড়ছে দেখো মন পবন

২০২৩ আগস্ট ২৫ ১৫:৪৫:০৪
উড়ছে দেখো মন পবন








শেলীনা রশীদ শেলী

শরৎ মানে তুলোর ভেলায়
মেঘের আনাগোনা,
শরৎ মানে শিউলি ফুলের
শুভ্র মালা বোনা ।

দূর আকাশে বকের সারির
ঝিলিমিলি খেলা,
মনের আকাশে স্নিগ্ধ বাতাসের
বসেছে আজ মেলা।

কাশফুলেরা দুলছে দেখো
কাশ বনেতে ঐ,
মন চঞ্চল উদাসী মন
মনের মানুষ কই?

বংশীবাদক বংশী বাজায়
করুন সুরে মন উতলায়,
কি করি আজ উদাসী মন
উড়ছে দেখো মন পবন।