ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে বেশি দামে আলু, পিঁয়াজ, সয়াবিন  তেল বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৯:১৯:৫১
বাগেরহাটে বেশি দামে আলু, পিঁয়াজ, সয়াবিন  তেল বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পিঁয়াজ ও সয়াবিন তেল বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা সদর বাজারে এ অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, দোকারে মূল্য তালিকা না রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পিঁয়াজ ও সয়াবিন তেল বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৯ টাকা জরিমানা করা হয়। এসময় ওই এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙায়ে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

(এসএসএ/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)