ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীদের আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৯:৫৬:৪৪
বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রীদের আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের শিক্ষার্থীরা আড্ডা দেয়ায় এক রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন ।

অভিযানকালে তিনি ক্লাস ফাঁকি দিয়ে ওই চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়া দশম শ্রেণির ৩ ছাত্রীকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য রেস্টুরেন্টে আড্ডা দেওয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের হাতে তুলে দেন এবং সন্তানদের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
এ সময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টকে দণ্ডবিধির ২৯১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে আদালত।

(কেএইচএফ/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)