ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

প্রচ্ছদ » বইবাজার » বিস্তারিত

'কিছু প্রাসঙ্গিক কথা প্রেক্ষিত বাংলাদেশ' বইয়ের মোড়ক উন্মোচন

২০২৩ অক্টোবর ০৭ ১৪:৩১:০২
'কিছু প্রাসঙ্গিক কথা প্রেক্ষিত বাংলাদেশ' বইয়ের মোড়ক উন্মোচন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : সমাজের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন পেক্ষাপট অসংগতিপূর্ণ। যেটা প্রতিনিয়ন সাধারণ মানুষকে বিব্রত করে। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে প্রফেসর মোঃ জামাল হোসেন লিখেছেন 'কিছু প্রাসঙ্গিক কথা প্রেক্ষিতে বাংলাদেশ' বই।

শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়েছে।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রফেসর শেখ মোঃ বদিউজজামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ্বাস শাহীন আহমেদ, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজকর্মী মীর জরুহুল ইসলাম প্রমুখ।

বক্তরা নতুন বইয়ের মোড়ক উন্মোচন শেষে বইয়ে লেখা বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন।বইটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত হয়ে সমসাময়িক বিষয় তুলে ধরা হয়ে। যেটি নতুন প্রজন্মকে দারুণ ভাবে অনুপ্রাণিত করবে বলে বক্তারা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক আসাদুজামান মিঠু।

(এসএমএ/এএস/অক্টোবর ০৭, ২০২৩)