ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

রাহুল রাজ’র প্রেমের কবিতা

২০২৩ অক্টোবর ১৮ ১৯:১১:৪৯
রাহুল রাজ’র প্রেমের কবিতা







তুমিও নেই সুখে

মনের ঘরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে
প্রথম যৌবনে লাগলো আগুন প্রেমার প্রেমের ছলে।

হাসিমুখে বিষের ছুরি মারলে আমার বুকে
সান্ত্বনা এই, যখন শুনি তুমিও নেই সুখে।

দুঃখের প্রতিদানে কখনো যায় না পাওয়া সুখ
অভিশাপের কালো ছায়া তোমার গায়েও লাগুক।

তারপরেও বলবো আমি আবার সুখী হও
পুরান স্মৃতি ভুলে গিয়ে ভাসাও নতুন নাও।