ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোপালগঞ্জ

২০২৩ অক্টোবর ২৮ ১৩:১০:৩৩
বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ লায়ন্স ক্রিকেট একাদশ।

শুক্রবার গোপালগঞ্জ শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রীর ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ লায়ন্স ক্রিকেট একাদশ ৯৫ রানে কুষ্টিয়া ফেয়ারলেস ক্রিকেট একাদশকে পরাজিত করে।

টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে গোপালগঞ্জ লায়ন্স ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৬০ রানে অলআউট হয়ে যায় কুষ্টিয়ার ফেয়ারলেস ক্রিকেট একাদশ। ৯৫ রানের বিশাল জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জ লায়ন্স। খেলায় ম্যাচ সেরা হন গোপালগঞ্জ লায়ন্স দলের লিংকন। আর টুর্ণামেন্ট সেরা হন লিপ্টন শিকদার

এরআগে ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্যা। পরে তিনি খেলা উপভোগ করেন।

খেলাশেষে রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্যা। এছাড়া জাতীয় ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১৬ জেলার ১৬টি দল অংশ নেয়।

(এমএস/এএস/অক্টোবর ২৮, ২০২৩)