ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

পুরোনো সে দূরভাষ

২০২৩ নভেম্বর ১০ ২০:২৮:০১
পুরোনো সে দূরভাষ








মৌসুমী চট্টোপাধ্যায় দাস

পুরাকালে দূরভাষ ছিল না তখন,
গল্পের গরু এক খুঁজে পেল ফোন।
ফোন নিয়ে চলে গেল সোজা হিমালয়,
দেখে এক সজারুকে মনে পেল ভয়।
সজারু বলল তাকে, ওরে, ওরে, শোন,
দেখেনি যন্ত্র এই আমাদের বন।
ভয় নেই, কাছে আয়, বোঝা এর কাজ,
গরু বলে, কাঁটাভরা এ কেমন সাজ!
কাছে আমি যাব না তো, ছুঁড়ে দিই, ধরো,
করো না তো হুটোপুটি, বেশি হড়বড়ও।
দাম নেই এখন তো, হাতগুণে দেখি
দু'হাজার অব্দেতে হবে সব মেকি!
দিনে দিনে এক জাতি করবে শাসন,
এরই সব জ্ঞাতি ভাই, নাম তার ফোন।