ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

প্রধানমন্ত্রীর সামনে দুটি গানে নৃত্য করবেন জায়েদ

২০২৩ নভেম্বর ১২ ১৮:৩৪:২০
প্রধানমন্ত্রীর সামনে দুটি গানে নৃত্য করবেন জায়েদ

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করেছেন। তাছাড়া সম্প্রতি তিনি বেশ কিছু পারফর্ম করেছেন। যেগুলো নিয়ে বেশ আলোচনায় আছেন এ নায়ক।

এদিকে আজ (১২ নভেম্বর নতুন খবর দিলেন জায়েদ খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠান মঞ্চে দুটি গানের সঙ্গে নাচবেন তিনি। আর এই অনুষ্ঠান দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে নাচে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

‘ওরা ১১ জন’ খ্যাত অভিনেতা-মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। তাছাড়া তার ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০২৩)