প্রচ্ছদ » মুক্তিযুদ্ধ প্রতিদিন » বিস্তারিত
১৫ নভেম্বর, ১৯৭১
সাতক্ষীরাতে মুক্তিবাহিনী হামলা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়
২০২৩ নভেম্বর ১৫ ১২:৫২:১৮উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়, গত ২৫ মার্চের পর থেকে এ পর্যন্ত প্রদেশের বিভিন্ন স্থানে নিয়জিত চারজন সিএসপি ও একজন ইপিএস অফিসারের মৃত্যৃ হয়েছে।
এদের মধ্যে কুষ্টিয়ার ডিসি নাসিম ওয়াকার আহমেদ ৩১ মার্চ, চুয়াডাঙ্গার এসডিও মোহাম্মদ ইকবাল ১৫ এপ্রিল, নঁওগার এসডিও মোহাম্মদ নিরারুল হামিদ ১৬ এপ্রিল, সিরাজগঞ্জের এসডিও এ.কে শামসুদ্দিন ২০ মে এবং যশোরের সাব-জজ মোজাফফর হোসেন (ইপিসিএস) ৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
ঢাকার বাসাবো এলাকায় শান্তিবাহিনীর সভা চলাকালে গেরিলারা হামলা করলে ৩ জন শান্তিবাহিনীর সদস্য নিহত হয়।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত ও আজাদ কাশ্মীরের প্রশাসক ইব্রাহিম খান তিউনিসে বলেন, পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধান কল্পে পাকিস্তান ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত।
সাতক্ষীরাতে মুক্তিবাহিনী বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাছে মাইন বিস্ফোরণে দুজন কুটনীতিক নিহত হন। এরাঁ ঢাকাস্ত পশ্চিম জার্মান কনসুলেটের কর্মকর্তা ছিলেন। এদিকে শীতলক্ষ্মা তীরে ডকে বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
নোয়াখালীর ছাগলনাইয়াতে পাক অবস্থানের উপর হামলা চালিয়ে মুক্তিবাহিনী ৫ জন পাকসৈন্যকে হত্যা করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৩)