প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা- ৪ আসনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন
২০২৩ নভেম্বর ২১ ১৭:০০:১৯
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ১৮ নভেম্বর ২০২৩ শনিবার থেকে ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এর খুলনা বিভাগীয় বুথ থেকে ১০৮, সাতক্ষীরা -৪ (শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ০৯ জন।
সাতক্ষীরা -৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন, সাতক্ষীরা -৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জগলুল হায়দার, শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আতাউল হল দোলন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম. শফিউল আযম লেনিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ বাবলুর রহমান বাবলু,
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম (মেধা), সাতক্ষীরা জেলা বন ও পরিবেশ বিযয়ক সম্পাদক ও ২নং কাশিমাড়ী ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক জাতিসংঘ পিস কিপার পুলিশ কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম ইতালির দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ।
(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২৩)